• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকার রাজনীতিতে সহিংসতা উসকে দিচ্ছে: রব

প্রকাশ:  ২৭ মে ২০২২, ১৭:৪১
নিজস্ব প্রতিবেদক

সরকার গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্র রক্ষার বয়ান দিয়ে রাজনীতিতে সহিংসতা উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদ জানিয়ে রব বলেন, ছাত্রদলের ওপর সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা সরকারের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনবে। সারাদেশে সরকারের আশ্রিত ‘হেলমেটবাহিনী’ ছাত্রদলের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে, যা ন্যাক্কারজনক।

তিনি বলেন, বিরোধী ছাত্র সংগঠনের উপর অব্যাহত হামলায় প্রশাসনের নীরব দর্শকের ভূমিকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা শিক্ষাঙ্গনকে যেমন অনিরাপদ করে তুলেছে, তেমনি রাজনীতিকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সরকার,রাজনীতি,সহিংসতা,আ স ম আবদুর রব,জেএসডি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close