• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাম জোটের হরতালে বিএনপির সমর্থন

প্রকাশ:  ১৭ আগস্ট ২০২২, ১৬:৫০
নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহনভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৫ আগস্ট হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সমর্থনের কথা জানান।

জ্বালানি তেলের দামবৃদ্ধিসহ দেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বর্তমান সরকারের সময়ে কোন ধরণের পণ্যের কেমন দাম বেড়েছে তার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্ন ছিলো বামদের হরতালে বিএনপি' সমর্থন দেবে কিনা এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে কোনো দলের ন্যায় সঙ্গত দাবির আন্দোলন আমরা সবসময় সমর্থন করি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি সদস্যবৃন্দ আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিম- এনই

বিএনপি,হরতাল,বামজোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close