• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাষ্ট্রের মেরামতে জাতীয় ঐক্য অপরিহার্য: গোলাম মোস্তফা

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৮
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে শাসকগোষ্ঠী সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আইনগত ও নৈতিকভাবে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের অস্তিত্ব বড় ধরনের ঝুঁকিতে পড়বে। এমতাবস্থায় রাষ্ট্রের মেরামতে জাতীয় ঐক্য অপরিহার্য হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ক্ষুদ্র ব্যক্তিগত ও দলীয় স্বার্থে রাষ্ট্রকে জিম্মি করে শাসকগোষ্ঠী জাতীয় স্বার্থবিরোধী অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো একক বা দলীয় সরকার বিদ্যমান সংকট মোকাবিলা করতে পারবে না। সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, রাষ্ট্রীয় গভীর সংকটে মৌলিক করণীয় উপেক্ষা করে শুধুমাত্র রাষ্ট্রক্ষমতা দখল কোনো লক্ষ্য হতে পারে না। ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার, নিপীড়নমূলক আইন বাতিল, দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র মেরামত করা এ মুহূর্তের মৌলিক কর্তব্য।

পূর্বপশ্চিমবিডি/এসএম

এম. গোলাম মোস্তফা ভূঁইয়া,জাতীয় ঐক্য,রাষ্ট্র,মেরামত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close