• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ: আমান

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২২, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক

সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। সোমবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। দেশ পরিচালনায় এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এজন্য যতো দ্রুত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করবে, এটাই তাদের প্রত্যাশা।

ঢাকা রিপোর্টাস ইউনিটিতে শনিবার (৮ অক্টোবর) তিনি বলেছিলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় বাংলাদেশ চলবে। এর বাইরে কারো কথায় চলবে না’।

এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে বলেন, ১০ তারিখ নয়। যখনই এই সরকার অবৈধভাবে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, তখন থেকে দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল চায়নি যে এই সরকার ক্ষমতায় থাকুক। জনগণ এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। তাই তাদের দাবি অনুযায়ী আমরাও মাঠে নেমেছি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিচালনা,সরকার,দেশ,আমান উল্লাহ আমান,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close