• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‌‘শেখ হাসিনার কৃপায় খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন’

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২২, ১৩:৩৮
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে নিয়ে সুলতানা কামালের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সুলতানা কামাল একজন মানবাধিকার কর্মী ও দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, সেটা স্বাধীনতা বিবর্জিত। যারা এ ধরনের মানবাধিকার ও সমালোচক তারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখে। তাদের সেই বক্তব্যের সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ সেটা হওয়া উচিত নয়। কিন্তু যেভাবে রিজভী আহমেদ তার ব্যাপারে বক্তব্য দিয়েছেন, যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন এটা উচিত নয়। কখন রিজভী আহমেদ মির্জা ফখরুল সাহবকে বলে বসেন তিনিও আওয়ামী লীগের দালাল, সে শঙ্কার মধ্যে আছি। একজন রিজভী আহমেদ থাকলে বিএনপির আর কিছু লাগে না। আমি মনে করি তার এ বক্তব্য স্বাধীনতা এবং শিষ্টাচার বহির্ভূত হয়েছে।

তিনি বলেন, সুলতানা কামালের অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত না। প্রায়ই তারা সরকারের বিরুদ্ধে বলে থাকেন। কিন্তু তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়।

‘১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে’-বিএনপি নেতার এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ড. হাছান বলেন, আমান উল্লাহ আমান সম্ভবত স্বপ্ন দেখেছেন। তিনি হয়তো এ ধরনের কিছু একটা স্বপ্নে দেখেছেন, তখন তিনি বলে ফেলেছেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় কারাগারের বাইরে আছেন। আমান সাহেবরা যদি এমন উল্টা-পাল্টা স্বপ্ন দেখতে থাকেন তাহলে সরকারকে ভাবতে হবে প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কারাগার,খালেদা জিয়া,শেখ হাসিনা,আওয়ামী লীগ,তথ্য ও সম্প্রচারমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close