• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভিন্ন নামে নিবন্ধনের আবেদন জামায়াতের!

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২২, ১৭:৩৫
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন রাজনৈতিক দল। তবে অভিযোগ উঠেছে, উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে দলটি।

বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে বিডিপি। দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট অনোয়ারুল ইসলাম চাঁন এবং জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন মুহা. নিজামুল হক।

নিবন্ধনের আবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমাদের দলের সবাই তরুণ প্রজন্মের। এখানে কোনো যুদ্ধাপরাধী নেই। জামায়াতের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই।

এর আগে বুধবার সকালে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন, শর্ত পূরণ করে ভিন্ন নামে জামায়াত ইসির নিবন্ধন পেতে পারে।

ইসি বলেন, জামায়াতের কেউ যদি যুদ্ধাপরাধী না হয় এবং তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে শর্ত পূরণ করে ভিন্ন নামে তাদের নিবন্ধন পেতে কোনো বাধা নেই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জামায়াত,আবেদন,নিবন্ধন,বিডিপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close