• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দুর্ভিক্ষ-লোডশেডিং আ. লীগ সরকারের উন্নয়নের মডেল’

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২২, ২০:২১
নিজস্ব প্রতিবেদক

লোডশেডিং আর দুর্ভিক্ষ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের মডেল বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা জানান।

সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো এবং ‘রাজনৈতিক সভা সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের’ দাবিতে এ সমাবেশের আয়োজিত হয়।

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী বললেন—‘রিজার্ভ চিবিয়ে খাওয়া হয়নি, জনগণের কাজে লেগেছে’। আমরা বলি—রিজার্ভ চিবিয়ে খাওয়া যায় না ঠিকই, কিন্তু ডলার পাচার করা হয়েছে। সারা দেশে ভয়াবহভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বৈশ্বিক পরিবর্তিত বাস্তবতার পূর্বেই এই ভোটডাকাতির সরকার লুটপাট, ডলার পাচার, রিজার্ভ চুরি করে বাংলাদেশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। আর এখন দুর্ভিক্ষ আসছে ঘোষণা দিয়ে এর দায় জনগণের ঘাড়ে চাপানোর ফন্দি করছেন।

তিনি বলেন, এই জনসম্মতিহীন সরকার বিদ্যুতের নামে, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভাই-ব্রাদারদের পকেটে ঢুকিয়ে লুট করেছে। এখন দেশজুড়ে লোডশেডিংয়ের তাণ্ডব চালাচ্ছে। লোডশেডিং আর দুর্ভিক্ষ এই সরকারের উন্নয়নের মডেল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মডেল,উন্নয়ন,সরকার,লোডশেডিং,আওয়ামী লীগ,জোনায়েদ সাকি,গণসংহতি আন্দোলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close