• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২২, ১৭:১৩
নিজস্ব প্রতিবেদক

রংপুরে বিভাগীয় সমাবেশে সরকারি বাধাসহ সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নাইটেঙ্গেল মোড় ঘুরে আবারো মিছিলটি নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের সময় শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে তারা মরণকামড় দিচ্ছে। সভা-সমাবেশে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, তাদের ওপর হামলা করছে। এখনো সময় আছে সভা-সমাবেশে বাধা না দিয়ে পদত্যাগ করুন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি বলেন, সরকারই পরিবহনে ধর্মঘট দিয়েছে। গণপরিবহন বন্ধ রাখতে বাধ্য করছে। পরিবহন নেতারা বিবৃতি দিয়ে তা জানিয়ে দিয়েছেন, তারা ধর্মঘট চান না।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদল নেতা শান্ত, নয়ন, ওমর ফারুক প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঢাকা,সমাবেশ,মিছিল,বিক্ষোভ,নেতৃত্ব,রুহুল কবির রিজভী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close