• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তত্ত্বাবধায়ক সরকার হবে না: সালমান এফ রহমান

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২২, ১৭:৫৭
নিজস্ব প্রতিবেদক

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

সালমান এফ রহমান বলেন, বিএনপি এখন বড় বড় কথা বলছে। তত্ত্বাবধায়ক সরকার না হলে নাকি নির্বাচনে আসবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। বিএনপি নির্বাচনে আসতে চাইলে আসবে, না হয় আসবে না।

তিনি বলেন, ঢাকা জেলার ৫টি আসন থেকেই এমপি উপহার দেওয়া হবে শেখ হাসিনাকে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সালমান এফ রহমান,তত্ত্বাবধায়ক সরকার,সংবিধান,নির্বাচন,প্রধানমন্ত্রী,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close