• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিবন্ধন পেতে ইসিতে নুরের আবেদন

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০২২, ১৮:১৯
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে (ইসি) গণঅধিকার পরিষদের নিবন্ধনের জন্য আবেদন করেছেন দলটির সদস্য সচিব নুরুল হক নুর।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নিবন্ধন আবেদন জমা দেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কনসার্ন নেই। নির্বাচনকালীন সরকার আমাদের প্রধান বিষয়। আমাদের কাছে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মতো নির্বাচন আমরা চাই না।

তিনি বলেন, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছি না। আমরা আশা করছি, নিবন্ধন পাব। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়, সেটা অন্যায় হবে। নিবন্ধন না পেলেও আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধীদলের সঙ্গে যুগপৎ আন্দোলন করব। আমরা রাজপথে আছি এবং শেষ পর্যন্ত থাকব।

নিবন্ধন,ইসি,নুরুল হক নুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close