• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভীত হয়ে গ্রেপ্তরি পরোয়ানা জারি করেছে সরকার: রিজভী

প্রকাশ:  ০১ নভেম্বর ২০২২, ১৬:৪৪
নিজস্ব প্রতিবেদক

সরকার আন্দোলনে ভীত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেপ্তরি পরোয়ানা জারি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, আইন আদালতে ব্যবহার করছে বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার হিসেবে। সরকারের নির্দেশেই এ গ্রেপ্তরি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু যতোই নির্যাতন করুন না কেন, সরকারের শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রুহুল কবির রিজভী,বিএনপি,জারি,গ্রেপ্তরি পরোয়ানা,ভীত,সরকার,আন্দোলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close