• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধানমন্ত্রী বলেছেন ‌‘২০২৩ সালে দুর্ভিক্ষ হবে’, আমরা বলিনি: আব্বাস

প্রকাশ:  ০১ নভেম্বর ২০২২, ১৭:৫৬
টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘২০২৩ সালে দুর্ভিক্ষ হবে’। আমরা কিন্তু বলিনি। ইনশাআল্লাহ জনগণকে দুর্ভিক্ষ মোকাবিলা করার আগেই হাসিনা সরকারের পতন ঘটবে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, এই সরকার লুটেরা সরকার, এই সরকার ডাকাত সরকার, এই সরকার দুর্ভিক্ষের সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্ভিক্ষ থাকবে না তাতো হতে পারে না। দুর্ভিক্ষ আসতেই হবে।

গাইবান্ধার নির্বাচনের উদাহরণ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনারা দেখেছেন কয়েক দিন আগে গাইবান্ধায় নির্বাচন হয়েছে। কথিত সেই নির্বাচন কীভাবে হয়েছে তা সবাই দেখেছেন। এই গাইবান্ধার নির্বাচনে আজকের তথাকথিত সিইসি, নিশিরাতের ভোট চোর সরকারের প্রতিনিধি। আমরা বিশ্বাস করি এই ধরনের নির্বাচন বাংলাদেশে হবে না। আমরা হতে দেবো না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ ইলেকশন কমিশনের অধীনে নির্বাচনে যাবো। এর বাইরে আমাদের কোনো বিকল্প কথা নেই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রধানমন্ত্রী,দুর্ভিক্ষ,মির্জা আব্বাস,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close