• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি আবারো পনেরো আগস্ট ঘটাতে চায়: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ১৮:৫৭
নিজস্ব প্রতিবেদক

বিএনপি আবারো দেশে পনেরো আগস্ট ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর সচিবালয় সংলগ্ন পরিবহন পুলে জেল হত্যা দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট সব একসূত্রে গাঁথা৷ বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশের জাতীয়তাবাদ মুছে দিতে একাত্তরের ওই পরাজিত শক্তি এখনো তৎপর রয়েছে৷

তিনি বলেন, শেখ হাসিনাকে বহুবার হত্যাচেষ্টা করা হয়েছে৷ আসলে ওই শক্তির পাকিস্তানি এজেন্ডা তো এখনো শেষ হয়নি।

সম্প্রতি বিএনপি নেতারা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‌‘১০ ডিসেম্বরের পর তারা সরকারের পতন ঘটাবেন’। তাদের উদ্দেশ্য মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এর মানে হলো, তারা আবারো দেশে একটা অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। তারা আবারো দেশে পনেরো আগস্ট ঘটাতে চায়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া সভাপতির বক্তব্যে বলেন, জেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। কারণ জেলের সকল অপরাধীকে নিরাপত্তা দিয়ে থাকে সরকার। কিন্তু তৎকালীণ সরকারই হত্যা করেছিলো আমাদের চার জাতীয় নেতাকে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মুক্তিযুদ্ধমন্ত্রী,পনেরো আগস্ট,বিএনপি,আ ক ম মোজাম্মেল হক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close