• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১১ নভেম্বরের পর রাজপথ যুবলীগের দখলে থাকবে: পরশ

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২২, ১৬:৫২ | আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৬:৫৫
রংপুর প্রতিনিধি

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি এখন মিছিল সমাবেশ করছে। আমরা বলছি, এখন যতো মিছিল সমাবেশ করার ইচ্ছে করে নেন। ১১ নভেম্বর যুবলীগ সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। ওই দিনের পর দেশের রাজপথ যুবলীগের দখলে থাকবে। তখন দেখা যাবে কতো ধানে কতো চাল।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি ভণ্ড, প্রতারকদের দল। এই দল সভা সমাবেশের নামে এখন দেশজুড়ে মিথ্যাচার করছে। মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দেওয়ার চেষ্টা করছে। মানুষের সীমা আছে কিন্তু বিএনপির ভণ্ডামির কোনো সীমা নেই। তাদের কোনো লজ্জা শরমও নেই।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপির সমাবেশ হলে পরিবহন ধর্মঘট আওয়ামী লীগ দেয় না। এই ধর্মঘট দেন পরিবহন শ্রমিকরা। কারণ পরিবহন মালিক ও শ্রমিকরা জানে বিএনপি অতীতে আন্দোলন সমাবেশের নামে জ্বালাও পোড়াও করেছে, ভাঙচুর করেছে। পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। এ কারণে পরিবহন মালিক ও শ্রমিকরা বিএনপির হামলা ভাঙচুরের ভয়ে পরিবহন ধর্মঘট দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সকাল থেকেই যুবলীগের নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে রংপুর জিলা স্কুল মাঠ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রংপুর,দখল,যুবলীগ,রাজপথ,শেখ ফজলে শামস্ পরশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close