• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সরকারকে বিদায় জানাতে হবে, ভোটের মাধ্যমে: আব্বাস

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২২, ১৮:৩৫
বরিশাল প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে। না হলে দেশের আর কিছু বাকি থাকবে না। এই সরকারের অধীনে নির্বাচন নয়, ইভিএমে নির্বাচন নয়। ১৫ বছর আগে আমার যে ভাই ভোটার হয়েছে, সে বলতে পারবে না ভোট কেমন।

শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশ আয়োজন করে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, অনেকে বলবেন জনসমাবেশে লোক কম হয়েছে। কিন্তু আপনারা যে এতো বাধা-বিপত্তি পেরিয়ে জনসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়েছেন এটাই প্রমাণ করে বিএনপির প্রতি, দেশের প্রতি আপনাদের ভালবাসা কতোটা।

তিনি বলেন, এখানে এসে দেখলাম ফোনে কথা বলতে পারছিতে না। ইন্টারনেট বন্ধ, তাই লাইফ টেলিকাস্ট নেই। রাজপথ, রেলপথ, আকাশপথ সব কিছুই বন্ধ। তারপরও আজ গোটা বরিশাল শহর জনসভার শহর, মিছিলের শহর। তাহলে সব বন্ধ করে কী লাভ হলো। সব বাধা উপেক্ষা করে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হলো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মির্জা আব্বাস,বিএনপি,ভোট,বিদায়,সরকার,বরিশাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close