• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানুষ আ. লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না: চুন্নু

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২২, ২০:২১
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের জন্য দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মো. মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুঃশাসনে দেশের মানুষ বিরক্ত। ব্যবসায়ীরা ইচ্ছামতো দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছেন। দেশে বাণিজ্যমন্ত্রী আছেন বলে মনে হয় না। বাজার নিয়ন্ত্রণে কোনো কর্তৃপক্ষ আছে বলেও বোঝা যায় না।

তিনি বলেন, গত ৩২ বছরে আওয়ামী লীগ ও বিএনপি প্রমাণ করেছে, তত্ত্বাবধায়ক সরকার বা দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অনুপাতিক হারে নির্বাচন হলেই, দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মো. মুজিবুল হক চুন্নু,জাতীয় পার্টি,রাষ্ট্রক্ষমতা,আওয়ামী লীগ,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close