• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কার নেতৃত্বে আন্দোলন করবে বিএনপি: কাদের

প্রকাশ:  ০৭ নভেম্বর ২০২২, ১৮:৫৭ | আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৮:৫৯
টাঙ্গাইল প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৩ বছরে ১৩ দিনেও একটি মিছিল বের করতে পারেনি। তারাই আবার আন্দোলন করবে। খালেদা জিয়াকে নিয়ে বিজয় মিছিল করবে। তারেক জিয়া মুচলেকা দিয়ে বিদেশে চলে গিয়েছেন। কার নেতৃত্বে বিএনপি আন্দোলন করবে?

সোমবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে আগামী নির্বাচনে। আন্দোলনের বিরুদ্ধে খেলা ও মোকাবিলা দুইই হবে। ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগ প্রস্তুত। উত্তর জনপদে বাঁশের কেল্লা তৈরি করুন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান। তাদের বিচার বন্ধ করতে আইনও করেছিলেন তিনি। তাদের বিরুদ্ধে খেলা হবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। খুনিদের ক্ষমা করা যায় না। শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘব করছে। সেই সরকারের বিরুদ্ধে এরা সাধারণ জনগণকে উস্কানি দিচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, শেখ হাসিনা ডাক দিলে ঢাকায় লাখ লাখ লোক বের হবে। অলিগলি ভরে যাবে। বাইরের লোক লাগবে না। পালিয়ে যাওয়ার দল আওয়ামী লীগ না। পালানো দল বিএনপি। এবার কোথায় পালাবেন? এই দিন দিন না, আরো দিন আছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওবায়দুল কাদের,আওয়ামী লীগ,নেতৃত্ব,আন্দোলন,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close