• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

একাত্তরের পরাজিত শক্তি ও দোসররা ষড়যন্ত্র করছে: হানিফ

প্রকাশ:  ০৭ নভেম্বর ২০২২, ২০:১০
টাঙ্গাইল প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা মিলে আবার রাজপথে ষড়যন্ত্র শুরু করেছেন। লন্ডনে বসে দুর্নীতিবাজ, সাজাপ্রাপ্ত বিএনপির পলাতক নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। টেক ব্যাক বাংলাদেশ মানে কী? বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রশ্ন বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান?

সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আয়োজিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপির লক্ষ্য এখন বাংলাদেশকে পিছিয়ে নেওয়া। আমরা দেশকে এগিয়ে নিতে চাচ্ছি আর বিএনপি চাচ্ছে দেশকে পিছিয়ে নিতে।

তিনি বলেন, ২০০১-০৬ সাল পর্যন্ত আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। কী ছিলো বাংলাদেশের অবস্থা? আপনাদের নেতা তারেক রহমান হাওয়া ভবন বানিয়ে দুর্নীতি করেছিলেন বলেই বাংলাদেশ পরপর বিশ্বের এক নম্বর রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছিলো। বাংলাদেশকে কি আবার দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে নিতে চান? বাংলাদেশের মানুষ সেটি চায় না বলেই আপনাদের প্রত্যাখ্যান করেছে। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে এগিয়ে যেতে, আপনারা চান দুর্নীতিবাজ রাষ্ট্র গড়তে।

আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক আরো বলেন, আপনারা ক্ষমতায় থাকতে খাদ্য ঘাটতি ছিলো প্রায় ৬০ লাখ মেট্রিক টন। আমরা ঘাটতি পূরণ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়েছি। মানুষ খাদ্য ঘাটতি আর ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত হতে চায় না। আপনাদের ‘টেক ব্যাক বাংলাদেশ’ চায় না। আপনাদের সময় মানুষের মাথাপিছু আয় ছিলো মাত্র ৬০০ ডলারের নিচে, এখন সেই মাথাপিছু আয় ২৯ ডলারের ওপরে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টাঙ্গাইল,মাহবুব-উল আলম হানিফ,আওয়ামী লীগ,শক্তি,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close