• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিএনপি নেতা হারুন উর রশীদ গ্রেপ্তার

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০২২, ১৬:৫৯ | আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৭:৪৯
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে বিএনপির একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় রাতেই দলটির অজ্ঞাতনামা ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা দায়ের করা হয়। বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি।

তিনি জানান, প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিক গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটি ফাঁকাই ছিলো। বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা হয়। তবে এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ ও তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গ্রেপ্তার,বিএনপি,নেতা,হারুন উর রশীদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close