• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যে ৫ গেট দিয়ে ঢোকা যাবে সমাবেশে

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২২, ১২:৩১
নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব মহাসমাবেশ। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশকে কেন্দ্র করে অন্তত ১০ লাখ নেতাকর্মীর সমাগম হওয়ার আশা করছে যুবলীগ। মহাসমাবেশ আয়োজনের মধ্য দিয়েই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি।

এদিকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাবেশের কারণে রাজধানীতে যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয়, সে জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে সমাবেশ ঘিরে।

শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সমাবেশস্থলে সাধারণ নেতাকর্মীদের জন্য ঢোকার পাঁচটি প্রবেশ পথ রাখা হয়েছে। ভিআইপি গেট ছাড়া সমাবেশে প্রবেশের গেট এগুলো। রুটগুলো হচ্ছে- টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন গেট, মেট্রোরেল স্টেশন গেট, রমনা কালি মন্দির গেট, মেট্রোরেল গেট-১ (মাজার গেটের পরের গেট) এবং মাজার গেট।

সমাবেশে প্রবেশের নির্দেশনায় বলা হয়েছে- সবুজ কার্ডধারী অতিথিরা ৩ নম্বর গেট (রমনা কালি মন্দির গেট) দিয়ে প্রবেশ করবেন। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা মহানগর উত্তর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীরা প্রবেশ করবেন ১ ও ২ নম্বর গেট দিয়ে। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর, ঢাকা জেলা দক্ষিণ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা প্রবেশ করবেন ৩, ৪ ও ৫ নম্বর গেট দিয়ে।

যুবলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close