• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে: রেলমন্ত্রী

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২২, ১৭:২৪
পঞ্চগড় প্রতিনিধি

বিএনপি ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বিভক্ত করে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভায় ৫৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

নুরুল ইসলাম সুজন বলেন, পরিবহন শ্রমিকেরা তাদের সন্ত্রাসের শিকার হয়েছিলো, পরিবহন শ্রমিকদের তারা পুড়িয়ে মেরে ছিল, তাদের গাড়িঘোড়া জ্বালিয়ে দিয়েছিলো। আর সেজন্যই আজকে যেখানেই বিএনপি সমাবেশ করে শ্রমিকরা সেখানেই ধর্মঘটের ডাক দেয়

তিনি বলেন, আবারো সেই সন্ত্রাসীবাহিনী, যাদের পৃষ্ঠপোষক হলো বিএনপি, তারা আবার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। একই সময় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, অগ্রগতিতে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী ।

এতে সভাপতিত্ব করেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পঞ্চগড়,রেলমন্ত্রী,বিএনপি,বিভ্রান্ত,ধর্ম,মানুষ,ব্যবহার,নুরুল ইসলাম সুজন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close