• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

স্বাধীনতা চিকিৎসক পরিষদের পঞ্চম সম্মেলন শুক্রবার

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০২২, ০১:৩৫
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার (২৫ নভেম্বর)। সম্মেলনকে ঘিরে রাজধানীর পান্থপথে স্বাচিপের কেন্দ্রীয় কার্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু নভোথিয়েটার এলাকাসহ বিভিন্ন হাসপাতালে পোস্টার-ফেস্টুন লাগানো হয়েছে।

দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাচিপের সিনিয়র কয়েকজন জানান, এক যুগেরও বেশি সময় ধরে দল ক্ষমতায়। এখন সংগঠনকে গতিশীল রাখতে নেতৃত্বের পরিবর্তন জরুরি। এবারও দলীয় প্রধানের কাছ থেকেই শীর্ষ দুই পদে ঘোষণা আসতে পারে।

স্বাচিপের সভাপতি ডা. এম ইকবাল আর্সলান ছাড়াও সভাপতি পদে অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. কামরুল হাসান, ডা. রোকেয়া সুলতানা, ডা. জামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. ইউসুফ ফকিরের নাম আলোচনায়। তবে প্রথা অনুযায়ী স্বাচিপের মহাসচিবরাই সভাপতি হয়ে থাকেন।

বর্তমান সভাপতি এম ইকবাল আর্সনাল বলেন, 'নেতৃত্ব বাছাই নিয়ে কাউন্সিলরদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ চায় চলমান নেতৃত্ব বজায় থাকুক, যেন দেশব্যাপী যে রাজনৈতিক মাঠ চাঙ্গা হচ্ছে, সেটা সামলাতে পারে। আবার অনেকে (কাউন্সিলর) চান নতুন নেতৃত্ব এসে সংগঠনকে গতিশীল করুক। তবে সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা যেভাবে চাইবেন, সেভাবেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। '

মহাসচিব পদে অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. বায়জিদ খুরশিদ রিয়াজ, ডা. জুলফিকার আলী লেলিন, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (বীরু), অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. তারেক মেহেদী পারভেজ, ডা. শাকিল আহমেদ, ডা. তারিক মেহেদী পারভেজ, ডা. আবু রায়হানের নাম শোনা যাচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আওয়ামী লীগ,সম্মেলন,স্বাধীনতা চিকিৎসক পরিষদ,স্বাচিপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close