• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুষ্ঠ নির্বাচন দিলে দেশ শ্রীলঙ্কা হবে না: জাফরুল্লাহ

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০২২, ১৯:১৪
নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠ নির্বাচন দিলে দেশ শ্রীলঙ্কা বা মায়ানমার হবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (২৬ নভেম্বর) ‘চলমান সংকট উত্তরণে গণ-পরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোটভিত্তক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বে সরকার গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নিজেদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভার আয়োজন করে সোনার বাংলা পার্টি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার এত উন্নয়ন করেছে, যে আজ উন্নয়নের ভারে নৌকা ডুবে যাচ্ছে। আজকে সুষ্ঠ নির্বাচন দিলে দেশ শ্রীলঙ্কা বা মায়ানমার হবে না। আপনি (প্রধানমন্ত্রী) হেরেও জিতে যাবেন।

তিনি বলেন, আজ উন্নয়নের ভারে নৌকা ডুবি ডুবি প্রায়। নৌকার সঙ্গে আপনিও (প্রধানমন্ত্রী) ডুবে যাবেন। আমরা কেউ আপনার নৌকাডুবিতে মৃত্যু চাই না। আপনাকে আমরা আইনের দরজায় হাজির করতে চাই, বিচারের সম্মুখীন করতে চাই।

প্রধানমন্ত্রীকে উন্নয়নের হিসাব দেওয়ার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, পদ্মা সেতু হওয়ার কথা ছিলো সাত হাজার কোটি টাকায়। কিন্তু সেটা তৈরিতে খরচ হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। এ বিপুল পরিমাণ টাকা কোথায় কোথায় খরচ হয়েছে তার একটা হিসাব পেলে আমরা আপনার (প্রধানমন্ত্রী) ওপর খুশি হবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নির্বাচন,দেশ,শ্রীলঙ্কা,ডা. জাফরুল্লাহ চৌধুরী,গণস্বাস্থ্য কেন্দ্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close