• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের আনাচে-কানাচে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে: কাজী মামুন

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০২২, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, দেশের আনাচে-কানাচে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। দেশের স্বার্থে সরকার ও প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের অস্থির ও অচল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা-বাইসাস আয়োজিত উপজেলা প্রতিনিধি সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাজী মামুনূর রশীদ বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বিএনপি উন্মুক্ত গণতন্ত্র চর্চার সুযোগ পাচ্ছে। কিন্তু যারা দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নৈরাজ্যের চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাইসাসের চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম।

পরে বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত রুবিনা আক্তার রুবির মরদেহ দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যান। সেখান বেশকিছু সময় অবস্থান করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কাজী মামুনূর রশীদ,জাতীয় পার্টি,বার্তা,উন্নয়ন,দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close