• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমাকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না: ফখরুল

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:৫৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কার্যালয়ের সামনে কেন বসে আছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি কী করবো? আমার কার্যালয়ে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমি বিশ্বাস করি খুব দ্রুতই বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হবে। একই সঙ্গে ১০ তারিখের সমাবেশ হবে শান্তিপূর্ণ।

এদিকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা। অপরদিকে সকালে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এরপর সড়ক থেকে উঠে যেতে বললে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নয়াপল্টন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর,কার্যালয়,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close