• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ছাত্রলীগের বাধায় পণ্ড নুরের মিছিল

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২২, ১৮:৫৬
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের একটি মিছিল ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বরে) বিকেল সাড়ে ৪টায় জামান টাওয়ারে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার শেষে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের নেতৃত্বে একটি র‌্যালির আয়োজন করা হয়।

মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে গেলে পল্টন থানা ছাত্রলীগের বাধার মুখে পড়ে। পরে মিছিলসমেত নিজেদের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণঅধিকার পরিষদ। এ ঘটনায় কেউ আহত হয়নি।

সমাবেশে সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা র‌্যালির আয়োজন করেছিলাম। র‌্যালিতে হামলার চেষ্টা সরকারে ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। শেষ নিশ্বাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, জনগণের মুক্তির জন্য লড়াই ছাড়া কোনো পথ খোলা নেই। কাজেই জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।

এর আগে রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে মিছিল করে পল্টন থানা ছাত্রলীগ। নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বিজয়নগর প্রদক্ষিণ করে ফিরে আসে। সেই সময়ই ছাত্রলীগের তোপের মুখে পড়ে নুরুর মিছিল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মিছিল,পণ্ড,ছাত্রলীগ,নুরুল হক নুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close