• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

‘নির্বাচন হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে’

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০২২, ১৫:২১
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নির্বাচন হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু সে আশায় গুড়েবালি। আজকে আলোচনা করবেন না, উনি (প্রধানমন্ত্রী) কথা বলবেন না! উনার মন মতো উনি নির্বাচন করবেন!

তিনি বলেন, আমরা বলতে চাই, ২০১৪ এবং ২০১৮ সাল ভুলে যেতে হবে। বাংলাদেশে নির্বাচন হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। সেটা যদি আপনি (প্রধানমন্ত্রী) না করেন তবে ৫২, ৬৯, ৯০ এর মতো আরেকটি গণঅভ্যুত্থান ঘটিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত করা হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ইনশাল্লাহ্ জনগণের সরকার নির্বাচিত হবে। সেই সরকার হবে বিএনপি সরকার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আমান উল্লাহ আমান,বিএনপি,তত্ত্বাবধায়ক সরকার,নির্বাচন,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close