• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি নেতাকর্মীদের পানিসম্পদ উপমন্ত্রী

বিশৃঙ্খলা সৃষ্টি করলে ঘর থেকেই বের হতে দেবো না

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৪:০১
শরীয়তপুর প্রতিনিধি

দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি নেতাকর্মীদেরকে ঘর থেকেই বের হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগায় প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে একেএম এনামুল হক শামীম বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন আবারো নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। আবারও যদি আবারও আগুনসন্ত্রাস ছড়ান, পেছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আপনাদেরকে ঘর থেকেই বের হতে দেওয়া হবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি।

পানিসম্পদ উপমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তার মতো দূরদর্শী নেত্রী আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য, তার কোনো বিকল্প নেই।

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। তিনি সব বাধা অতিক্রম করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন । তার সুদৃঢ় নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পানিসম্পদ উপমন্ত্রী,বিএনপি,নেতাকর্মী,শরীয়তপুর,ঘর,বিশৃঙ্খলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close