• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এমপিপ্রার্থী মাহি, ডা. মুরাদ বললেন ‘মাথাব্যথা নেই’

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২২, ২২:৪৫
নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে এমপি হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেশের খ্যাতনামা এই নায়িকার জীবনের নতুন পর্বে প্রবেশের প্রতিক্রিয়ায় ‘কোনও মাথাব্যথা নেই’ বলে জানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

গত বছরের শেষ দিকে চিত্রনায়িকা মাহিকে নিয়ে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছিলেন মুরাদ হাসান। তিনি এখন নিজের নির্বাচনি এলাকা জামালপুরে অবস্থান করছেন।

২৯ ডিসেম্বর বিকালে আ.লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহিয়া মাহি। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনি এলাকার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। জাতীয়ভাবে মাহির এমপি প্রার্থী হওয়ার খবরে আলোচনা তৈরি হলেও স্থানীয় আ.লীগের নেতারা চান আসন্ন ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই মনোনয়ন দেওয়া হোক।

শুক্রবার ডা. মুরাদ হাসান একটি গণমাধ্যমকে বলেন, ‘চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে এতে আমার কোনও মাথাব্যথা নেই কিংবা এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। এটি সম্পূর্ণ দলীয় বিষয়।’

মুরাদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাচা; তারা যা ভালো মনে করবেন তা-ই সিদ্ধান্ত নেবেন। দলীয় মনোনয়ন বোর্ড আছে আওয়ামী লীগের, তারাও সিদ্ধান্ত নেবেন কে এমপি হবেন, কে মনোনয়ন পাবেন।’

মাহির মনোনয়ন ফরম তোলার খবরে নতুন করে আলোচনায় এসেছে মুরাদ হাসানের সেই অডিও’র বিষয়টিও। যিনি সেই অডিওতে ‘প্রকাশ অযোগ্য’ মন্তব্য করেছিলেন। সেই ঘটনার জের ধরে ডিবি পুলিশ ডেকেছিল চিত্রনায়ক ইমনকে। তিনি সেখানে জানিয়েছিলেন, মুরাদ হাসান ও মাহির টেলিফোন আলাপের ঘটনাটি ঘটে ২০২০ সালের মার্চ মাসে। তার ফোনেই মাহির সঙ্গে কথা বলেছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ওই ভাইরাল অডিও ক্লিপটি নিয়ে তদন্তে নেমেছিল পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

এদিকে, শুক্রবার সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের সেই তদন্ত এখনও চলছে। এ প্রসঙ্গে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক কিছু হয়েছে। এ ছাড়া সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। সরকার পদক্ষেপ নেওয়ার পর তদন্তের আর অগ্রগতি আমার হাতে আসেনি। কারও ভয়েস রেকর্ড মেলানো সহজে হয় না। অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। এটার তদন্ত এখনও অব্যাহত আছে।’

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ওই গণমাধ্যমকে ডা. মুরাদ হাসান বলেন, ‘আমার সঙ্গে কী হয়েছিল, তা সারা দেশের মানুষ ভালো জানে। এ বিষয়ে নতুন করে কিছু বলতে চাই না। রাজনীতি করলে মানুষের শত্রুতা তো থাকবেই। কে কীভাবে ষড়যন্ত্র করেছে, এটা তো বলতে পারবো না। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

ডা. মুরাদ,মাহিয়া মাহি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close