• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আমরা আর মুক্তি চাইবো না, মুক্ত করবো: গয়েশ্বর

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৩, ১৩:৩৫
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আর মুক্তি চাইবো না, আমরা মুক্ত করবো। আমরা মুক্ত করবো গণতন্ত্র, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তার অপরাধ তিনি গণতন্ত্র চান।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আদালতে বিএনপি নেতাদের জামিন আবেদন নাকচ হওয়ার প্রসঙ্গে টেনে গয়েশ্বর বলেন, আমরা কার কাছে বিচার চাইবো? বিচার বিভাগ যদি স্বাধীন হতো, বিচারপতিরা যদি বলতে পারতেন আমরা স্বাধীন, বিচারপতিরা যদি বলতে পারতেন আমাদের বিভাগ স্বাধীন, তাহলে হয়তো আমরা ন্যায় বিচার পেতাম। আমাদের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের অপরাধ তারা গণতন্ত্র চায়। তারা নিরাপদে ভোট দিতে চায়, যাকে খুশি তাকে দিতে চায়। সুতরাং এই গণতন্ত্রের লড়াইয়ে যদি আমরা সফল হই, বাংলাদেশ মুক্ত হবে। আমাদের সব নেতাকর্মী মুক্ত হবে, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গয়েশ্বর চন্দ্র রায়,বিএনপি,মুক্তি,মুক্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close