• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এরপর আর মানববন্ধন নয়, হবে ‘দানববন্ধন’: গয়েশ্বর

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৩৭
নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের পক্ষে সাদা পোশাকে দাঁড়ান আর পোশাকে দাঁড়ান কেউ রক্ষা পাবেন না। এরপর থেকে আর মানববন্ধন হবে না, ‘দানববন্ধন’ হবে।

রোববার (৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে ‘জিয়া মঞ্চ’র পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমানের কোনো সম্পত্তি আছে এর আগে শুনিনি। এই সরকারের আদেশেই আদালতের রায় দেওয়া হচ্ছে। সরকারের পতন ছাড়া এসব অবৈধ আদেশ বিচারকরা চলমান রাখবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গয়েশ্বর চন্দ্র রায়,বিএনপি,ইঙ্গিত,আইনশৃঙ্খলা বাহিনী,সরকার,মানববন্ধন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close