• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২৩, ১১:০৪ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়। দুপুর দুইটা পর্যন্ত চার ঘন্টা বিএনপি এ কর্মসূচি পালন করবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন।

ইতোমধ্যে উপস্থিত হয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএমপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজন প্রমুখ।

যুগপৎ আন্দোলনে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বুধবার একযোগে গণ-অবস্থান কর্মসূচি পালন করবে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নেতাকর্মী,নয়াপল্টন,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close