• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চিকিৎসা শেষে বাসায় ফখরুল, হাসপাতালে আব্বাস

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুল স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন দুপুরে বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসও একই হাসপাতালে ভর্তি হন।

বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব স্বাস্থ্যপরীক্ষা শেষে সোমবার রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় এসেছেন। তিনি সুস্থ আছেন।

তিনি জানান, মির্জা আব্বাস এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তারা এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারে তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গত ৯ জানুয়ারি রাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। সংঘর্ষের পর রাতে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।

পরদিন গভীর রাতে নিজ নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তার পরের দিন তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হাসপাতাল,চিকিৎসা,বাসা,মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি,মির্জা আব্বাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close