• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মানুষ আ. লীগ-বিএনপির হাত থেকে মুক্তি চায়: চুন্নু

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০২৩, ১৫:২৪
নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বনানীর কার্যালয়ে জাতীয় পার্টি নেতা মো. খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মো. মুজিবুল হক চুন্নু বলেন, ১৯৯০ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর দু’টি দল বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে। মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। তারা আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। পল্লীবন্ধুর উন্নয়ন ও সুশাসনের রাজনীতি ফিরে পেতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই, জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের একত্রিত হরে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি মূলত ছিলো নতুন নেতাকর্মীদের যোগদানের। এতে মহাসচিবের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে আজ আনুষ্ঠানিকভাবে যোগ দেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সমাজসেবক মো. মাশরেকুল আজম রবি (লিটন), মো. হাসান মিয়া, প্রকৌশলী শিষ ইবনে আজম এবং ছাত্র নেতা মো. মুসা ইবনে আজম।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিএনপি,আওয়ামী লীগ,দেশ,মানুষ,মো. মুজিবুল হক চুন্নু,জাতীয় পার্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close