• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিএনপি বেইমানি করবে না: গয়েশ্বর

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২৩, ২১:৪৩
নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের জন্য যে যুদ্ধ চলছে তাতে বিএনপি বেইমানি করবে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২২ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমান বীর উত্তমের অসামান্য অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

দেশবাসীকে আশ্বস্ত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া এখনো জীবিত। তিনি বেইমানি-আপোষ জানেন না। তাই তার কপালে এতো কষ্ট।

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও বেইমানি-আঁতাত করার সুযোগ নেই। তার জীবন-মরণ মাতৃভূমিকে ঘিরে। তাই কেনাবেচার হাটে যদি কেউ না ওঠে, তাহলে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশের প্রতি জিয়াউর রহমানের ত্যাগ; অবদান; রাজনৈতিক দূরদর্শিতা; জনগণের দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধের আহ্বান করা- এসব বিবেচনা করলে বোঝা যাবে তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। তিনি দেশকে ভালোবাসতেন। তিনি খুব দ্রুত বুঝতে পারতেন এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করতেন না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গয়েশ্বর চন্দ্র রায়,বিএনপি,বেইমানি,গণতন্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close