• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিভাগীয় শহরে সমাবেশের আগে রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:০২ | আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:১১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং ১০ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীতে ‘পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি। ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এ কর্মসূচি পালন করবে। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী ২৮ জানুয়ারি শাহজাদপুর থেকে মালিবাগের আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০নং গোলচত্বরে পদযাত্রা করবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি পদযাত্রা করবে যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি বুধবার মুগদা থেকে মালিবাগ পদযাত্রা করবে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির চলমান আন্দোলনকে আরও জোরদার করতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশের সব বিভাগীয় শহরে একযোগে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাবেশের ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close