• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আওয়ামী লীগ আজ এতিম হয়ে গেছে: খসরু

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৬
চট্টগ্রাম প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজপথ ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। রাজপথে জনগণকে নিয়ে এ সরকারকে হটাতে হবে। ঢাকায়ও আমাদের সমাবেশ হয়েছে। লোকে লোকারণ্য ছিলো এ পদযাত্রা। আওয়ামী লীগ আজ এতিম হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। আর পুলিশ তাদের পিছে পিছে ঘুরছে। ছুরি, লাঠি, দা নিয়ে তারা শান্তি সমাবেশ করছে। ওরা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাজীর দেউড়ি নুর আহম্মেদ সড়কে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচন যদি আগের নির্বাচনের মতো করেন, দিনের ভোট রাতে চুরি করেন তাহলে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দেবে ‘কতো ধানে কতো চাল’।

তিনি আরো বলেন, বিশ্ব বিবেক আজ আমাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকরা বার্তা দিচ্ছেন পরিষ্কারভাবে। যদি বাংলাদেশের গণতন্ত্র নিচের দিকে যায় তাহলে তাদের সঙ্গে সম্পর্কও নিচের দিকে যাবে। জনগণ আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে নিরপেক্ষ সংসদ ও নিরপেক্ষ সরকার আনবে যাদের সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা থাকবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,আওয়ামী লীগ,এতিম,আমীর খসরু মাহমুদ চৌধুরী,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close