• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বিবৃতিতে ফখরুল

শহীদ মিনারকেও দলবাজির কেন্দ্রে পরিণত করা হয়েছে

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৭
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারের মতো পবিত্র স্থানকেও দলবাজির কেন্দ্রে পরিণত করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়ম না মেনে প্রভাতফেরিতে ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনকে বিএনপিসহ অন্যান্য দল ও সংগঠনের আগে যেতে দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বিএনপিসহ অন্যান্য সংগঠনকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।

‘সকাল সাড়ে ৭টায় নিউমার্কেট-সংলগ্ন বলাকা সিনেমা হলের সামনে থেকে প্রভাতফেরি শুরুর পাঁচ থেকে ছয় ঘণ্টা পর বিএনপির নেতাকর্মীদের শহীদ মিনারে পৌঁছাতে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে অব্যবস্থাপনার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের ন্যক্কারজনক হামলার শিকার হতে হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদসহ অন্যা নেতাদের।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিবৃতি,পরিণত,শহীদ মিনার,মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close