• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘জবাবদিহি সরকার থাকলে আদানির সঙ্গে চুক্তির সাহস করতো না’

প্রকাশ:  ০৫ মার্চ ২০২৩, ১৯:৫৮
নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, দেশে জবাবদিহিমূলক সরকার থাকলে ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করার সাহস করতো না।

রোববার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির অসম চুক্তি বাতিলের দাবিতে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

জোনায়েদ সাকী বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে ভারত সরকারকে খুশি করতে যা যা করা হয়েছে, তার একটি হলো আদানির চুক্তি। আদানি যাতে সন্তুষ্ট হয়, সেটিই চুক্তিতে নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ভোট ছাড়া ক্ষমতা টিকিয়ে রাখতে একদিকে দমন পীড়ন, অন্যদিকে বিভিন্ন শক্তিকে খুশি করা হচ্ছে। ভারত যদি একটি গোষ্ঠীকে ক্ষমতায় রাখতে চায়, তাহলে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের বন্ধুত্ব থাকবে না।

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মুহাম্মদ বক্তব্য দেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জোনায়েদ সাকী,গণসংহতি আন্দোলন,সাহস,চুক্তি,সরকার,জবাবদিহি,আদানি,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close