• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘দেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়’

প্রকাশ:  ২৮ মার্চ ২০২৩, ১৩:৩৯ | আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৩:৪২
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সোহরাওয়ার্দী হল শাখার সাবেক ভিপি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেছেন, স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। আজকের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধুর অতুলনীয় অবদান রয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) মহান স্বাধীনতা উপলক্ষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা করেছে ঢাকাস্থ লালমোহন তজুমদ্দিন বাসী। এসময় বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান এসব কথা বলেন।

আবু নোমান হাওলাদার বলেন, বঙ্গবন্ধুর যুগান্তকারী ৭ মার্চের ভাষণটি ছিল মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতির শপথ। কারণ, ওই দিন ভাষণটি শোনার পর গোটা জাতি শপথ নেয় এবং দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।

তিনি বলেন, ২৬ মার্চ ভোরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শুনেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, ‘প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, যার যা কিছু আছে, তা নিয়েই শক্রর মোকাবিলা করতে হবে’।

ইঞ্জিনিয়ার আবু নোমান আরও বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। বহুল প্রত্যাশিত স্বাধীনতার জন্য সম্মিলিত লড়াইয়ে জাতিকে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত করেছিল। কারণ, এই ভাষণে স্বাধীনতা লাভের জন্য সব ধরনের নির্দেশ এবং দিক-নির্দেশনা ছিল। একটি মাত্র বক্তৃতায় তিনি সমগ্র জাতিকে একটি ছাতার নিচে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। একটি বাস্তব সার্বভৌম নেতা হিসেবে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবার হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন।

অনুষ্ঠানে ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close