• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সহ্যের সীমা অতিক্রম করেছে সরকার: মোশাররফ

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২৩, ১৪:৩২
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে সরকার। তাই ১০ দফা দিয়েছি। জনগণকে ঐক্যবদ্ধ করে এ সরকারকে বিদায়ের জন্য গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে; নয়তো জনগণ জেগে উঠে এ সরকারকে বিদায় করে সব কালা আইন বাতিল করবে।

রোববার (২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি বক্তব্য দেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এক কঠিন সময় পার করছে দেশবাসী। অর্থনৈতিক অবস্থা করুণ। সরকার বেআইনি ও মর্জি মতো কাজ করছে। মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়।

তিনি বলেন, বর্তমান সরকার একটা সংকট। তারা ভোটের অধিকার হরণ করেছে; গণতন্ত্র হরণ করেছে। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বলেন, আওয়ামী সিন্ডিকেট লুটেপুটে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন এ সরকারকে যতো দ্রুত ক্ষমতা থেকে সরিয়ে দেয়া যায়, ততোই মঙ্গল। তাদেরকে বিদায় হতে হবে।

তিনি বলেন, সরকার দেশের জনগণকে চাপাবাজি করে যেভাবে বুঝাতে পেরেছে, তারা ভেবেছিলো বিদেশিদেরকেও সেভাবে বুঝাতে পারবে; কিন্তু পারেনি। যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তা দেশের জন্য সুনাম আনছে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ড. খন্দকার মোশাররফ হোসেন,বিএনপি,সরকার,অতিক্রম,সীমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close