• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাহাঙ্গীর আলমের বিষয়ে সিদ্ধান্ত নিবে দল: কাদের

প্রকাশ:  ১০ মে ২০২৩, ১২:২৬ | আপডেট : ১০ মে ২০২৩, ১২:৪১
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার চালিয়ে যাওয়ায় সাবেক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে বিদুৎচালিত যানের কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থার বিষয়ে দল থেকে কোনো সিদ্ধান্ত না হলে আমি কিছু বলতে পারবো না। তিনি (জাহাঙ্গীর আলম) আওয়ামী লীগের মেয়র ছিলেন। কিন্তু তার মা আওয়ামী লীগের কোনো দলীয় পদে ছিলেন না। তিনি আওয়ামী লীগ হলেও আওয়ামী লীগ নন। ফলে বিষয়টি ভিন্ন।ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থার বিষয়ে দল থেকে কোনো সিদ্ধান্ত না হলে আমি কিছু বলতে পারবো না। তিনি (জাহাঙ্গীর আলম) আওয়ামী লীগের মেয়র ছিলেন। কিন্তু তার মা আওয়ামী লীগের কোনো দলীয় পদে ছিলেন না। তিনি আওয়ামী লীগ হলেও আওয়ামী লীগ নন। ফলে বিষয়টি ভিন্ন।

এর আগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহন খাতে যানবাহনকে নূন্যতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রুপান্তর করা হবে। আগামী নভেম্বরের বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০টি ডাবল ডেকার এসি বাস। এরমধ্যে ৮০টি চলবে ঢাকায়, ২০টি চট্টগ্রাম মহানগরীতে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ ও জেলা শহরেরও তা সম্প্রসারণ করা হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওবায়দুল কাদের,সিদ্ধান্ত,জাহাঙ্গীর আলম,মেয়র,প্রচারণা,আওয়ামী লীগ,গাজীপুর সিটি করপোরেশন,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close