• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: জিএম কাদের

প্রকাশ:  ০৬ আগস্ট ২০২৩, ২০:১৭ | আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২০:২১
পূর্বপশ্চিম ডেস্ক
জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ভয়াবহ রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। সরকারি হিসাবেই ৫ আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯৬৮ জন। মারা গেছেন ইতিহাসের সবচেয়ে বেশি ৩০৩ জন। এরমধ্যে ২৪১ জনই রাজধানীর বাসিন্দা।

তিনি বলেন, সাধারণ মানুষ মনে করেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি। সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, রাজধানীতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫২৩ জন। আর রাজধানীর বাইরে ২৯ হাজার ৪৪৫ জন। তিনি বলেন, হাসপাতালে বেড খালি নেই, বারান্দা, করিডোর এবং সিঁড়ির নিচেও ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে পা ফেলার জায়গা নেই। পর্যাপ্ত জনবল ও সরকারি সহায়তার অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনের ব্যর্থতায় ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে। যাদের ব্যর্থতায় সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সারা দেশের সব হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।

ডেঙ্গু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close