• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাশিয়া থেকে ছাড়ে কেনা তেল এলো পাকিস্তানে

প্রকাশ:  ০৪ আগস্ট ২০২৩, ০০:৩০ | আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০০:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

জ্বালানিসহ নানা সংকটে জর্জরিত পাকিস্তানে কিছুটা স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। রাশিয়ার কাছ থেকে ছাড়ে কেনা অপরিশোধিত তেলের প্রথম চালান পৌঁছেছে সে দেশে।

করাচিতে রোববার রাশিয়ার তেলবাহী জাহাজটি পৌঁছেছে বলে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টুইটের বরাতে খবর দিয়েছে জিও নিউজ।

সংকটপূর্ণ এ সময়ে রাশিয়ার তেল পাওয়ার দিনকে রূপান্তরিত একটি দিন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

তিনি লিখেছেন, আমি জাতির কাছে দেয়া আমার আরেকটি প্রতিশ্রুতি পূরণ করেছি। আমি আনন্দিত যে প্রথম রাশিয়ান অশোধিত তেলের কার্গো করাচিতে পৌঁছেছে এবং সোমবার থেকে তেল খালাস শুরু হবে।

মস্কোর সঙ্গে ইসলামাবাদের চুক্তির প্রেক্ষাপটে গত এপ্রিলে প্রথমবারের মতো রাশিয়া পাকিস্তানে তেল পাঠাতে সম্মত হয়। সে হিসেবে প্রথম চালানের তেল আসার কথা ছিল মে মাসেই।

জিও নিউজ জানিয়েছে, জাহাজে ১৮৩ মিটার দীর্ঘ ট্যাংকারে অপরিশোধিত তেল এসেছে ৪৫ হাজার টন। আরও তেল আসার অপেক্ষায় আছে।

নানা জল্পনার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পরই পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে শুরু করে। দেয়া হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাও।

একপর্যায়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অনেক দেশ রাশিয়া থেকে জ্বালানি তেলসহ নানা পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে। তবে সে পথে হাঁটেনি বেশ কিছু দেশ। ভারত-পাকিস্তানের মতো অনেক দেশই ছাড়ে রাশিয়ার তেল কিনছে।

পাকিস্তান,করাচী,তেল,রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close