• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ শুরু, উদ্বিগ্ন নয় আ. লীগ

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৩
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আওয়ামী লীগ এ নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে দেশের একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

শাম্মী আহমেদ বলেন, এটি তো নতুন নয়। আগেও তারা ভিসা নীতি ঘোষণা করেছিলো। এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে মনে করি না। আমার মনে হয় না কোনো চাপ আমাদের ওপর আছে। কারণ আমাদের একটাই কথা আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা সেটাই করবো।

তিনি বলেন, আমি মনে করি এমন ভিসানীতি তারা যদি ২০১৪ ও ১৮ সালে দিতো তাহলে বিএনপি দেশজুড়ে জ্বালাও-পোড়াও করতে পারতো না। করতে ভয় পেতো। আওয়ামী লীগের এটা নিয়ে চিন্তার বা ভয়ের কিছু আছে বলে তো আমি মনে করি না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উদ্বিগ্ন,যুক্তরাষ্ট্র,ভিসা,বিধিনিষেধ,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close