• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

‘দেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে, বৈষম্যের ধারাও অব্যাহত রয়েছে’

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৪
ঢাবি প্রতিনিধি

‘দেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে, একইসঙ্গে বৈষম্যের ধারাও অব্যাহত রয়েছে। ঘরকাটা ইঁদুর, লুটপাটের সিন্ডিকেট অব্যাহত আছে।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় যুব জোটের তৃতীয় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ কথা বলেন।

তিনি বলেন, সমাজতন্ত্রের তিন মাত্রার সংগ্রাম করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দুই পক্ষ। তিন মাত্রার সংগ্রামে যারা মিটমাটের কথা বলে, তারা মহা দুষ্কর্মকে স্বীকার করে নেয়, যারা মিটমাটের কথা বলে তারা হত্যাযজ্ঞকে জায়েজ করতে চায়, যারা মিটমাটের কথা বলে, তারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়।

হাসানুল হক ইনু বলেন, একাত্তর-পঁচাত্তরের হত্যাকাণ্ড, একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে অমোচনীয় একটা বিভক্তির রেখা টেনে দেয়। এক পক্ষে মহা হত্যাযজ্ঞের দুষ্কৃতকারী রাজাকাররা, আরেক পক্ষে জনগণ এবং মুক্তিযোদ্ধারা। একপক্ষে পঁচাত্তরের হত্যাযজ্ঞের খুনিরা, আরেক পক্ষে মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের শরীকরা।

তিনি বলেন, একাত্তর-পঁচাত্তর, একুশে আগস্টের যে রেখা সেই রেখা দুইটি পক্ষ তৈরি করে দিয়েছে। একপক্ষ খুনি, রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদীরা, আরেক পক্ষে গণতন্ত্রী, মুক্তিযোদ্ধা ও সমাজতন্ত্রীরা। আজ এই পরিস্থিতিতে এ দুই পক্ষের মিটমাটের কথা যারা বলে, তারা কার্যত একাত্তরের খুনিদের পক্ষ অবলম্বন করে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হাসানুল হক ইনু,জাসদ,দেশ,উন্নয়ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close