• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের উন্নয়ন বিএনপি-জামায়াতের পছন্দ নয়: হানিফ

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৭ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫
রাঙামাটি প্রতিনিধি

দেশের উন্নয়ন বিএনপি-জামায়াতের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রোববার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে জানিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, সরকারকে ধাক্কা মেরে ফেলা যাবে না। এ সরকার জনগণের সরকার। অন্ধকার বাংলাদেশকে আলো দিয়েছে। আমরা বর্তমানে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হব।

তিনি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সৃষ্টি জামায়াত, বিএনপি। দেশের উন্নয়ন বিএনপি, জামায়াতের পছন্দ নয়। তারা জনগণচ্যুত হয়ে বিদেশি প্রভুর ওপর নির্ভরশীল। এদেশের জনগণ কোনো জঙ্গিবাদী, মৌলবাদী রাষ্ট্র চায় না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে নাশকতা চালাচ্ছে। তাদের পেট্রোল বোমার আঘাতে শত শত মানুষ মারা গেছে। তারা জানে নির্বাচনে জিততে পারবে না। তাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টায় মগ্ন।

আগামী সংসদ নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। এছাড়া রাঙামাটি-২৯৯ আসনে বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদারের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মাহবুবউল আলম হানিফ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জামায়াত,দেশ,উন্নয়ন,বিএনপি,মাহবুবউল আলম হানিফ,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close