• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাবধান, বেশি দেরি করা উচিত হবে না: অলি

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১২
নিজস্ব প্রতিবেদক

অপ্রত্যাশিতভাবে যেকোনো সময় বিনা চিকিৎসায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা যেতে পারেন জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, তিনি মারা গেলে সরকারকে জবাবদিহি করতে হবে। জনগণকে মোকাবিলা করতে হবে। হয়তো অনেকের পিঠের চামড়াও থাকবে না। সাবধান, বেশি দেরি করা উচিত হবে না।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেন, খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমান সরকার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অনতিবিলম্বে তার লিভার পরিবর্তন করা জরুরি।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং সংবিধানকে কার্যকর করতে হবে।

এলডিপি) প্রেসিডেন্ট বলেন, আমরা বহুদিন থেকে সরকারকে সতর্ক করে বলে আসছি যে, দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, সুশাসন নাই, ন্যায়বিচার নাই। দেশের জনগণ পুলিশ ও মাস্তানদের হাতে জিম্মি এবং প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। মানুষ মৌলিক অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত। দিনের বেলা নির্বাচন হয় না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

খালেদা জিয়া,বিএনপি,অলি আহমদ,প্রেসিডেন্ট,এলডিপি,সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close