• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

শান্তিপূর্ণ সমাবেশের পথে আ. লীগ-বিএনপি, চিন্তায় জামায়াত

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ০৮:৩৪
নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ সমাবেশের পথে এগুচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে দুশ্চিন্তা রয়েছে জামায়াতে ইসলামী দল নিয়ে। দলটি তাদের ঘোষিত শাপলা চত্বরে সমাবেশ নিয়ে অনড় অবস্থানে। এদিকে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বিএনপি ও আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে অনুমতি দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। যার কারণে পুলিশ-জামায়ত মুখোমুখি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ মঞ্চ করেছে আওয়ামী লীগ। বিএনপির নেতাকর্মীরা রাত থেকেই অবস্থান নিয়েছেন নয়াপল্টনে। সেখানে বিএনপি নেত্রী নিপুণ রায়কে রাতের খাবার বিতরণ করতেও দেখা গেছে। এদিকে শেষ মুহূর্তে মতিঝিলের শাপলা চত্বরেই মহাসমাবেশ করতে অনড় জামায়াত।

শুক্রবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।

‘অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’

ভারপ্রাপ্ত আমির বলেন, আমি দেশবাসীকে সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো মানুষকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সব জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জামায়াত,আ. লীগ-বিএনপি,সমাবেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close