• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

শাপলা চত্বর থেকে জামায়াত কর্মীদের সরিয়ে দিলো পুলিশ

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ১০:২৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। তবে কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়।

জামায়াতের নেতাকর্মীরা বলেন, স্বাধীন দেশে সবাই সমাবেশ করবে। আমরাও সাংবিধানিকভাবে সমাবেশের অধিকার রাখি। এসময় দলটির আরো সমর্থকদের জড়ো হতে দেখা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি রাশেদ বলেন, ‌‌মতিঝিল ও আশপাশে কোনো ব্যক্তি থাকবে না। একটি পাখিও থাকতে পারবে না।

এরপর সবাইকে মূল সড়ক থেকে সরিয়ে দেন তিনি।

তবে, শাপলা চত্বর এলাকার আশপাশের গলিতে জামায়াত সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ওই এলাকায় পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পুলিশ,শাপলা চত্বর,জামায়াত ইসলামী,নেতাকর্মী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close